শুঁকনো মাটিতে হুটহাট দু'টি গোল্লা এঁকে বলে দিলে দু'টি চোখ,
পায়ের নখে আরো দু'টি এঁকে দিয়ে বললাম আরো দু'টি চোখ।


ফের চোখ রাখতেই দেখি জেগে ওঠে হিতাহিত জ্ঞান বা বিবেক,
দু'চোখ জুড়ে ভেসে ওঠে অজানা ইতিহাস, সুড়ঙ্গ, হতবাক এক।


অবাক মন ভাবে অকারণ- এমন পাথুরে চোখও কি হয় কারো!
শোকে ও অসুখে ভীষণ শুকিয়ে যাওয়া হৃদ নদ, সাগর আরো।