কূলহীন এপার ওপার ভয় ভীষণ ঘোলা কালো জ্বলমল জলে,
খরস্রোতা স্রোতের তালে হেলে দোলে জীবন সাম্পান দোলে।
তবু ডুবি ডুবি ভেসে ওঠে গহীন ছুটে ক্ষীণ হীন জীবন সাম্পান,
বহতা নদীতে ঢেউ এলোমেলো উপচায় পাহাড় পর্বত সমান।
ঘরের কিনারে ত্বরা ভিড়বে তরী নেই নিশ্চয়তা কিঞ্চিৎ আশা,
কী পরিণাম তবে ডুবে মরে গেলে গদগদ একগাদা জিজ্ঞাসা!
কী হবে হাল রেখে যাওয়া মালামাল জঞ্জাল বেহাল পরিবার,
ওরে, কী হবে জবাব আঁধার গোরে, কী দশা হাশরে' দরবার!
ইতিহাস ঘেঁটে হেঁটে গিয়ে দেখি বিত্তে তালাশে প্রবৃত্তির দাস!
ভারসাম্যহীন মনুষ্যজীবন ভাষ্যহীন উঁকিতে সহাস্য পরিহাস।