হৃদয়ে হিংসানলে যে দহন,
আত্মারে করে নিষ্পেষণ,
মুক্ত করো প্রভু,
           মুক্ত করো মোরে।
বিশ্বে বিশালতার যে ঘর,
নিবাসে সুজন কুজন পর,
যুক্ত করো প্রভু,
           যুক্ত করো মোরে।
কলুষের কালশিটে শঠতা,
নষ্টনীড় ভ্রষ্টতার কপটতা,
মুক্ত করো প্রভু,
            মুক্ত করো মোরে।
সততার সুশীতল বিশালতা,
সত্য সভ্যতায় নিত্য নাব্যতা,
যুক্ত করো প্রভু,
           যুক্ত করো মোরে।
লোভাতুর চোখে যে ক্ষুধা,
কৃপণতার ব্যাপকতায় দ্বিধা,
মুক্ত করো প্রভু,
            মুক্ত করো মোরে।
দানের বিধানে শ্রেষ্ঠতর,
ধ্যানেজ্ঞানে মন উচ্চতর,
যুক্ত করো প্রভু,
           যুক্ত করো মোরে।
বহমান অহমের সমাহার,
সুপ্ত ব্যপ্ত অতৃপ্ত হাহাকার,
মুক্ত করো প্রভু,
            মুক্ত করো মোরে।
নিরেট সে' সাহস একবার,
ন্যায়ে বন্ধু শত্রু একাকার,
যুক্ত করো প্রভু,
           যুক্ত করো মোরে।
স্বপ্নভঙ্গে অঙ্গময় হতাশা,
অপ্রাপ্তির অর্পিত দুরাশা,
মুক্ত করো প্রভু,
            মুক্ত করো মোরে।
নির্ভয় নির্ভীক বুকে বল,
হুংকারে নির্গত অনর্গল,
যুক্ত করো প্রভু,
           যুক্ত করো মোরে।