প্রেম আর ভালোবাসায় ব্যাপক তফাৎ!
যতোটা তফাৎ আছে আঁধার আর আলোতে।
যতোটা তফাৎ আছে জীবন আর মৃত্যুতে।
যতোটা তফাৎ আছে জল আর অনলে।
যতোটা তফাৎ আছে দেহ আর কঙ্কালে।
যতোটা তফাৎ আছে রাত আর প্রভাতে।
যতোটা তফাৎ আছে আসমান আর জমিনে।
ভালোবাসা উদারতার অনন্য এক উদাহরণ,
পরম পরিচর্যা চরম সাধনায় সঞ্চারিত মন।
প্রেম মননের ফ্রেমে গননে সংকুচিত ভীষণ,
বলনে চলনে তবু সুপ্ত গুপ্ত লুপ্ত অনুধাবন,
নিতান্ত স্বার্থের চাহিদা, অনুন্নত মনোরঞ্জন।
প্রেম- ভালোবাসা নয়, ভালোবাসারি মতন,
কায়া নয় ছায়া, ফুল নয় কভু কলিরই মতন।