একটা দূষিত দিনের সমাপ্তি ঘটলে পেয়ো নাকো ভয়,
রাত্রির নিস্তব্ধতায় স্তব্ধ হয়ো না, নিজেকে করো জয়।
রেখো সাহস, আঁধারের চাদরে ঢেকো না কভু ঐ মুখ,
গাঢ়তর আরো কিছু আঁধারেই পেতে দাও প্রশস্ত বুক।
মুঠো পুরে ভরে নাও আঁধার যে আঁধার আলো জ্বালে,
কালো মেঘের মতো উড়িয়ে দাও দ্বেষ শূন্যতার কূলে।
ঘৃণার দ্বারে কপাট টানো, আনো পরম প্রেমের সবক,
স্রষ্টার শ্রেষ্ঠত্বের স্বীকৃতি সৃষ্টির প্রেমেই, তব স্বর্গ নরক।