মাটির ব্যাংকে খুচরো পয়সা জমার মতো জমছে দুঃখগুলো,
বটপাতার উপর থেকে কুয়াশা ঝরার ন্যায় ঝরছে স্বপ্নগুলো।


রাতের মধ্যাংশে নির্লজ্জ উঁকি-ঝুঁকি দেয় অনাবাদী হতাশারা,
সময় স্রোত বেয়ে কবরের কাছে পৌঁছুচ্ছে প্রেমহীন আত্নারা।


একটা দীর্ঘ নিদ্রা রাত দু'হাত মেলে চেয়েছি তের কোটি বার,
শাদা একটি গোলাপ পাপড়িতে মাথা রেখেই ঘুমাবো এবার।