দিবসের রঙিন মুখোশে
যে একাকার মিলেমিশে
সমস্ত প্রাপ্তি ও অপ্রাপ্তি,
তুলি ঢেকুর সুদীর্ঘ তৃপ্তি।


বাস্তবতা তো বস্তাবন্দী-
তবু, গৌণ বাদী বিবাদী।
বুকে জড়িয়ে দরিদ্রতা-
ভূলুণ্ঠিত সভ্য মানবতা।


শৈশব আজও অনাহারে-
বেড়ে ওঠে রাস্তার ধারে।
ঝরে যায় দুগ্ধপোষ্য প্রাণ,
অনটনে' বানে শুদ্ধ স্নান।


অভাবের কষাঘাতে মরে
ধুকেধুকে জগৎ সংসারে,
সুপ্ত প্রতিভা তাদের গুপ্ত
হয়ে যায়, ক্রমেই বিলুপ্ত।


প্রজন্মের ভবিষ্যৎ তারা,
নিগৃহে নিপতিত সর্বহারা।
পৃথিবীর অতিথি, স্বজন,
গ্রহে' আগ্রহ মায়া বর্জন।