দেহেরও জন্মের বহু জনম পূর্বে জন্মেছিলো আত্মা,
বহু দিন মাস বছর পূর্বে।
সহস্র কাল, অজস্র বছর পূর্বে।
বহুকাল, বহু মানুষের হৃদয়ে ধরে,
বহু স্বজনের কাঁধে চড়ে,
বহু সংগ্রাম যুদ্ধ লড়ে, বহু বাহু আলিঙ্গনে,
নতুন মুখের বরণাঙ্গনে,
মৃত লাশের বিদায়ের প্রাঙ্গণে,
রণাঙ্গনের সাহসিকতায়,
দুঃসাহসিক অগ্রযাত্রায়,
অনন্ত অশেষ পথ ধরে,
মৃদু পায় অবতীর্ণ হয়েছে এই আত্মা।
এই মহৎ আত্মা,
             এই কোমল আত্মা, এই প্রশান্ত আত্মা।