হঠাৎ-ই জেগে উঠেছে কিছু রাজনৈতিক বাজপাখি,
তীক্ষ্ণ চেয়ে থাকে দিগ্বিদিক মেলে ক্ষুরধার আঁখি।
মানবতা! পেঁচার দৃষ্টি নিয়ে পলাতক সে বহুদিন,
ময়ুর-পেখম মেলে সুশীল কূল লুক্কায়িত, শঙ্কিন।


দু'একটা অবুঝ বাবুই ময়না যে কথা বলতে চায়,
তোষামোদ চিলটি গাঙচিলদের চাপে কণ্ঠ হারায়।
চড়ুই দল গন্তব্যহীন ঘুরে- এ-ডাল হতে ও-ডাল,
এলাকায় নবাগত টিয়ার ভয়ে প্রায় থাকে আড়াল।


কালো কুৎসিত কাকের দল বেহায়া নৃত্য দেখায়,
ঝোপ বুঝে কুপ দেয় খুব, বেসুরা সুরে গান গায়।


আশ্চর্য!
কী অবাক! বেহায়া সেজেছে কতো সাদা কবুতর,
কাপুরুষ দোয়েলও গুলি চালিয়ে দেয় মধ্য দুপুর।


কী আশ্চর্য!
অবাক! বুঝাও মুশকিল এদের যাবতীয় হালচাল,
কথায় কথায় ফড়িংয়ের দল ডাক দেয় হরতাল!!