শকুন ও হায়েনার দলে-
ছেয়ে গেছে গোটা দেশ,
শেষ, শেষ, সবই শেষ!


রক্তচোষা রাক্ষুসের দল
মজবুত করেছে শৃঙ্খল,
আনাচে-কানাচে বিস্তৃত-
শোষণের হাতিয়ার শত।


দেশজুড়ে নীরব মহামারী,
মড়ক মারির আহাজারি।
কালোবাজারি মজুদদারি
ফটকাবাজদের বাহাদুরি।
তারাই বড়ো সমাজপতি!
জ্ঞানীগুণীজন, যশখ্যাতি।
এ' সমাজে রতি মহারতি,
বরণীয় ও পূজনীয় অতি।


রাতারাতিই সম্পদ বাড়ে,
অসীম ক্ষুধা মাংস হাড়ে।
তারা বেশ আকাশে ওড়ে,
দেশ বিদেশ দ্রুত দৌড়ে।