প্রভু সুমহান, শাহী দরবারে এক আর্জি জানাই,
তুমি বিনে এ হৃদয়ের আর্জি বুঝে কেউই নাই।
হে মহা-মহিম রব, পরম দয়ালু, স্রষ্টা আমার,
সুপথের সন্ধান দিয়ে ফিরিয়ো না কখনো আর।
সৎ পথে ও ন্যায় নীতিতে অটল রেখো মোরে,
মানব কল্যাণে নিযুক্ত করো সারা জীবন ধরে।
জীবনে উত্থান পতন যতো, কিবা সুদিন দুর্দিন,
তোমাকেই স্মরণে রাখি, না ভুলি কোনো দিন।
পথ নির্দেশ, যতো আদেশ নিষেধ হে তোমার,
প্রার্থনা করি এ মর্মে শক্তি যোগাও শতো বার।
স্বল্প সময়ের এ জীবনে ভুল ভ্রান্তি যতো হয়,
তোমার স্মরণে বিভোর রই, অন্য কিছু-ই নয়।
সাহস দিয়ো, সামর্থ্য দিয়ো- বলতে সত্য কথা,
চাই এ দু' হাতে যেনো গড়ে মানবতা সভ্যতা।
তোমাকে না-ভুলি যেনো শতো দুঃখে ও কষ্টে,
তোমার এ ক্ষুদ্র বান্দা ভূষিত হই যেনো শ্রেষ্ঠে।