গভীর রাতের শীতল বাতাস নাগালে,
রিমঝিম তালে বৃষ্টি নাচে টিনে' চালে।
ঝুমঝুম শব্দে মন ভেসে যায় অতীতে,
ভেসে যায় সে রঙিন শৈশব স্মৃতিতে।
অসাধারণ অনবদ্য শব্দে নৃত্যে খেলা,
বেশ অদ্ভুত যেনো এক বলা না-বলা।
বৃষ্টির এতোটা এক ভারী বাহারি শব্দ,
অতুল, অপ্রতুল, স্তব্ধতায় হৃদয় শুদ্ধ।