আজকে যেসব শব্দ দিয়ে এলোপাতাড়ি আমাকে আঘাত করেছো,
আমি সেসব শব্দ কয়েকটি টুকরো কাগজে লাল নীল কালিতে লিখে-
একটি টিনের বয়ামে পুরে তোমাদের বাগানে পুঁতে দিয়ে এসেছি।
একদিন, কোনো একদিন হুট করেই তোমাদের কোদালের আঘাতে
ঐ বয়াম ভেঙে যাবে, তোমাদেরই ঘামে ভিজে যাবে ঐসব শব্দগুলো।
পাতা পোড়ার শব্দ করে হুড়মুড়িয়ে প্রাণ সঞ্চার হবে শব্দে শব্দে,
ততক্ষণাৎ তারা মাথা তুলে একেক করে চেপে ধরবে তোমাদের গলা,
খোলা নাক মুখ চোখ দিয়ে দ্রুত প্রবেশ করবে তোমাদের ভিতর,
পৌঁছে যাবে শিরায় শিরায়, স্নায়ুতে, বায়ুতে, অশ্রুতে, রক্তকণিকায়,
রক্তপ্রবাহে কলকল অনল প্রদাহ তুলে খুলে ফেলবে হৃৎপিণ্ডের দুয়ার,
ফাঁপিয়ে তুলবে, ফুঁপিয়ে তুলবে, মোচড়ে ফুটো করে দিবে রক্তনালী,
বিস্ফোরণ ঘটিয়ে দিবে হৃদযন্ত্রে, স্পন্দন থেমে যাবে নিমিষে।
নিঃশ্বাসে ধেয়ে আসবে বিষধোঁয়া, অসীম পিপাসায় হয়ে যাবে নিঃশেষ,
প্রতিশোধের কফিনে পুরে ঋণশোধের আগুন জ্বালিয়ে দিবে শেষে।