পৃথিবীর এ পথে প্রান্তে
সাগর বন কৃষি-ক্ষেতে
নদী ঝর্ণা সময় স্রোতে
দূর হেটে যেতে যেতে-
দেখি যে দু'নয়ন মেলে
দুঃখ চলে হেসে খেলে।
কার স্বপ্ন ভেঙে গেলে
কার ভীষণ সুখ মেলে।


কার ভীষণ দুঃখ জাগে
তাজা প্রাণ ঝরলে রাগে,
কার ভীষণ আনুরাগে-
স্বাদ জাগে আত্মত্যাগে।
কার খুশির কারণ হতে
খবর ছাপায় হতাহতে।
কাটালে সময় সংঘাতে
রক্তপাতে রইলে মেতে।