রুদ্ধ মনের দ্বার একেক খুলে দাও,
বদ্ধ ঘর ছেড়ে এবার এসো বাইরে।
দেখো বিচিত্র পৃথিবীর যতো রূপ,
প্রকৃতির সম্ভার, সজ্জিত থরেবিথরে।
এসো আণবিক ভরের পাঠ ছেড়ে,
খানিক মানবিক গল্পের সংসারে।
যুদ্ধ ছাড়াও শুদ্ধ বিশুদ্ধ হওয়া যায়,
পারমাণবিক নয়, মানবিক অন্তরে।
ক্ষুব্ধ হৃদয় আজ শীতল করে নাও,
ফিরে এসো তব কবিতার আসরে।
দগ্ধ দু'চোখ মেলে ধরো ঐ আকাশে,
চাঁদ তারা সূর্য হাসে, ফুল পাখির শহরে।
তব্ধ দু'বাহু একবার মেলে ধরে দেখো,
ভাসবে ভালোবাসায়, সুখের বন্দরে।