আজ সকালের সৌন্দর্যটা বিমোহিত কারবার মতো,
আশ্চর্য সৌন্দর্য সবুজে সূর্যে মিলেমিশে একাকার!
জানালার স্বচ্ছ কাঁচ ভেদ করে কিছু রূপালি আলো
দুষ্টুমির ছলেই এসে বসেছে আমার নাকের ডগায়।
জানালা খুলতেই দেখি ডিমের কুসুমের মতো লাল
একটা সূর্য তার সোনালি ডানাদের মেলে দিয়েছে।
ইট পাথরের খাঁচা এই মায়াহীন ঝড় ঝঞ্ঝার শহরে
ভীষণ দ্বিধান্বিত কুয়াশারাও এসেছে ক্ষণিক ভ্রমণে।
রঙিন পাকলের পাখিরা তাদের সুমধুর সুরের গান
আর শতকলা নৃত্যের আয়োজন নিয়ে ভেজায় খুশি
হয়তো নবীন বরণের আনন্দেই গান গাইছে তারা,
কিম্বা শীতের শহর খুব উপভোগ্য লাগছে তাদের।
দূ-র থেকে ভেসে আসছে চা-পাতার গড়গড় সেদ্ধ
হওয়ার লোভনীয়া ঘ্রাণ, চায়ের কাপে টুন-টুন শব্দ।
হয়তো প্রিয়জনের চুমুর শীতল ঠোঁটে দু'এক ফোঁটা
গরম অনুভূতি জাগাতেই কারোর মায়াবী প্রচেষ্টা।
দূরের এক ছাদে জবা ফুলের অবলীলায় প্রস্ফুটন
দেখে মুগ্ধতায় ঘুমের চুমুয় চুমুয় ভারি হয়ে থাকা
চোখ দু'টিও ভীষণ মুগ্ধতায় ভরে যাওয়ার মতোন।
এমনি শীতের সজীব সকালে-
                      আমি ভাবছি অন্য কিছু ভাবনা,
জপছি- অন্য কোনো কল্পনা,
                     কিম্বা কিছু ভাবতেই পারছি না!