জগতে যদিও সব পাতার রঙ প্রায় এক হয়,
সব ফুল বা ফলের রঙ স্বাদ তবু একই নয়
জগতে মানুষ সব দেখতে এক হলেও প্রায়,
কর্মকাণ্ডে ব্যাপক ব্যবধান, ন্যায় ও অন্যায়।
সৎ , ন্যায় পরায়ণ, মানুষের কল্যাণে যারা,
স্বয়ং স্রষ্টার চোখেই শ্রেষ্ঠ ও সম্মানিত তারা।


হায়, অবুঝ মানুষ!
বাহ্যিক সৌন্দর্য বর্ধনে যতো লাগিয়ে সময়,
কিঞ্চিৎ তার আত্ম-উন্নয়নে অব্যয়িত নিশ্চয়।
বাহ্যিক এ রূপ সৌন্দর্য সল্প সময়ের তরে,
অন্তরে' সৌন্দর্য আলো ছড়ায় সহস্রাব্দ ধরে।
হায়, অবুঝ মানুষ!
বুঝেছে চর্মে সৌন্দর্য, খুঁজেনি অন্দরের রূপ,
বাহ্যিক রূপই ঠিক হয়ে উঠে এক মৃত্যুকূপ।