ধুয়ে দিল দুনিয়ার ছুঁয়ো না হার, নুয়ে পড়ো না, ক্ষয়ে যেয়ো না, বসে পড়ো না ভয়ে।
ঝড় ঝঞ্ঝা দুর্ভোগ দুর্যোগ আসুক যতো, বীর তুমি, ইস্পাত কঠিন, যাও এগিয়ে।
তছনছ করে দিতে চায় শতো সহস্র শহীদের রক্তার্জিত নবীজির সাজানো সে বাগান।
উপড়ে ফেলতে চায় মুছে দিতে চায় ইসলাম, মারে মুমিনের কলিজা ধরে টান।
কী দুঃসাহস!
                   হয়ো না বশ।
                   হারানো যশ,
                   হও চৌকশ।
ভরা যৌবন, শোণিতে আগুন, দীর্ঘকায় দেহ, চওড়া বক্ষে লক্ষ লক্ষ্যের সক্ষমতা।
হবে হোক আরেকবার ওহুদ বদর খন্দক কারবালা, আল্লাহর হাতেই সর্বময় ক্ষমতা।
প্রেরণা মোদের বহমান, আবু বকর, ওমর, আলী, ওসমান, এক খোদারই তাকবীর।
অধিকার দিয়ো না ছেড়ে, যতো প্রাণ যাক বা নিক কেড়ে, শহীদ কিম্বা বিজয়ী বীর।