তোমাকেই চেয়েছি নিভৃতে নীরবে,
চেয়েছি তোমায় খুব নীরবে সরবে,
তোমাকেই চেয়েছি শব্দের গৌরবে,
চেয়েছি বেশ নিঃশব্দ ভাষায় তবে।


তোমায় চেয়েছি দিবসে রজনীতে,
চেয়েছি সে দিবসের শেষে শুরুতে,
তোমাকে চেয়েছি চোখের অশ্রুতে,
চেয়েছি মধ্য দিবসে, মধ্য নিশিতে।


তুমি দেখছো, তুমি শুনছো প্রভু হে
কতো পুড়ছে মন দহন জ্বালা সহে।
তুমি বিনে নেই কেউই, আপন নহে
কেউ তুমি ছাড়া সুখে দুঃখে বিরহে।


বন্ধ মুখ স্তব্ধ চোখের নীরবতা দিয়ে
কী চায় সরাসরি ও ইনিয়ে বিনিয়ে।
অতৃপ্ত আত্মা লক্ষ ব্যাকুলতা নিয়ে
তোমাকে চেয়েছে এ অতৃপ্ত হৃদয়ে।


তুমি তো জানো-
তোমাকেই চেয়েছি তোমার নিকটে,
তুমি বিনে এ' জীবন চরম সংকটে।
তুমিই বলো তো-
তোমা' সাক্ষাতের তৃষা কীসে মিটে?
চাই না আর কিছু চাই না ঘর ভিটে।