যে মাটির ওপর মুখ থুবড়ে পড়ে রয় ধর্ষিতা মায়ের নিথর কাতর কায়া,
যে মাটিতে এসে পড়ে ধর্ষিতা বোনের উল্টো বাঁধা ঝুলন্ত লাশের ছায়া,
যে মাটিতে ধুলো উড়িয়ে দাপটিয়ে বেড়ায় বেহায়া ধর্ষকের হর্ষ-পায়া।
সে মাটি আর যার-ই হোক আমার নয়,
তোমারও নয়, ৫২'রও নয়, ৭১'রও নয়,
সে মাটি আর যারই হোক মানুষ'র নয়,
সে মাটি কোনো সাথীর বা স্বামীর নয়, নয় কোনো ভ্রাতার বা পিতার,
সে মাটি কেবলি হায়েনাদের, হানাদারদের, হানাদারদের প্রেতাত্মার।