ফাঁসির মঞ্চেও আমায় যদি জিজ্ঞেস করে কেউ শেষ আশা কী,
নির্দ্বিধায় বলে দিবো হেসে একটা অকৃত্রিম আশাই স্রেফ বাকি।
পৃথিবীর সমস্ত অস্ত্র কোম্পানিগুলো যদি গোলাপের চাষ করে,
যুদ্ধক্ষত্রে যদি লাল টুকটুক গোলাপ ফুটে ওঠে মানবতার তরে,
আমি একটা অভিজাত সুগন্ধি গায় মাখতে মাখতে মরে যাবো,
আমি ফাঁসির দড়িতেও কিছু আত্মতৃপ্তি, চীর সুখ খুঁজে পাবো।
মায়ের কোলে নতুন করে নতুন ভোরে বাঁচার স্বপ্ন-ই দেখতাম,
অথবা, যুদ্ধের সরঞ্জামাদি কৃষির উন্নয়নে উৎসর্গ করে দিতাম।
পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ভরে উঠতো সবুজে সুন্দরে,
পুনর্জীবন পেতো হারানো সভ্যতা দিগ্বিদিক, নগরে ও বন্দরে।
মুছতো জরা খরা গ্লানির বাণী, আগমনী বার্তা দিতো হাসির চুম,
আরো বেশি সুন্দর ও শৈল্পিক হতো মায়ের বুকে শিশুর ঘুম।