কী এক অদ্ভুত প্রতিযোগিতায় দিন কেটে যায়!
কাটিয়ে দিই সোনালী দিনগুলি আজব মায়ায়!


মূলত মিথ্যেবাদিতায় ডুবেই আছি অনন্তকাল,
মরীচিকার পেছনেই ছুটছি রাত দুপুর সকাল।


হালকা কাঁপুনিতেও যে খুব ঝরে পড়ি একাকি,
অথচ উত্তাল সমুদ্রে সাঁতার কাটা আছে বাকি।


কেনো জানি তবু অবচেতনে একা শূন্যে হাঁটি,
সমাপ্তির পথে নিঃশব্দেই ঢুকে পড়ি শেষ ঘাঁটি।