অগ্নিশিখার ভীষণ উৎফুল্লতায় পুড়ে পুড়ে জন্মেছে যে জন,
খানিক উত্তাপের ভয় দেখিয়ে নাড়ানো যাবে কি তার মন!
সে মন সীমানা মানে না, জানে না ভয় কী, বা মরণ কখন,
একবারই মরণের স্বাদ পায়, পোষে নাকো হৃদয়ের দহন।


ফিরে ফিরে আসুক সেই শিশির ভেজা একটা স্নিগ্ধ ভোর,
মিষ্টি রোদের সোনালী সকাল, খরতাপহীন ভরপুর দুপুর।