খুব শীঘ্র দীর্ঘ শীতল অতল ঘুমে তলিয়ে যাবো এবার,
জেগে উঠবো না ক্ষণিক, উঠবো নাতো মোটেও আর।
সে এক অনন্ত ঘুম, জাগবো না আর কিঞ্চিৎ কখনো।
জাগাবে না নদীর ছলছল জলের শব্দ, পাখীর গানও।
জোয়ার ভাটার টান, নৌকা ভিড়বার দৃশ্য দেখবো না,
সন্ধ্যার আলোয় মাছ নামানোর ব্যস্ততাও টানবে না।
কড়া রোদের তাপে বসবোও না পাড়ে বৃক্ষের ছায়ায়,
পড়বো না সূর্য ডুবা লালিমা জ্বলা আকাশের মায়ায়।
অতীব বৃষ্টিদিনে দেখবো না নদী ধারে বিশাল স্তব্ধতা,
একান্ত একাকীত্ব বিকেলে শুনবো না ঢেউয়ের কথা।
ভরা পূর্ণিমার পূর্ণ জোয়ারে জল দেখবো না একবার,
অমাবস্যার প্রায় শুকনো পাড়ে বসে ভাববো না আর।
মাঝিমাল্লার তীব্র চিৎকারেও ভাঙাবে না এ' ঘুম আর,
নদী পাড়ে ঘুমিয়ে রবো দিন রাত লক্ষ কোটি হাজার।