শহরের দেয়ালে দেয়ালে গাঁথা দুঃখের কাব্য,
না-পাওয়ার ছন্দরা মিশে সূর তুলে ভবিতব্য।


এখানে প্রতিটি ইট, প্রতিটি পাথর খুবটা বুঝে-
ভেতরে বন্দিরা কতো অসহায় সুখের খোঁজে।


এখানে রাত ও দিন আসে প্রতিদিন প্রতিশ্রুতি
নিয়ে হরেক রকম, সুখ আসেই না যথারীতি।


কারো অশ্রু গড়িয়ে পড়ার আগে শুকিয়ে যায়,
কেউ কেউ তো হাসির চাপে অশ্রুটাই লুকায়।


এখানে ভীষণ গরম বাতাস দীর্ঘশ্বাসেই মিশে,
কারো দুঃখরা উপচে পড়ে, হৃদয় পড়ে খসে।