বেশ শখেরি এক কলম হয়েছে চুরি,
সন্দেহের তীরে বলো কারে ছেঁদ করি?
সাক্ষ্য ও প্রমাণের ঢের অভাবে স্মরি-
মেঘলা আকাশ, রোদেরি দু'হাত ধরি।
আফসোস মন মেঘে মেঘে চায় বারি,
মেঘও যে ভাঙন ব্যথায় অশ্রু প্রসারী।
জল, কলকল ঝর্ণা চল, নদীতে তরী,
পাহাড় গড়িয়ে জল নদীতে যায় মরি।
চুরির সে কলম স্বাক্ষরে যে নিরক্ষরী,
কাজ মেঘ আর জলের ছবি আঁকারি।
সন্দেহ করি কারে, বুকেই দুঃখ পুরি,
মেঘ জলের সম্পর্কে আলো আঁধারি।
খোঁজ রাখেইনি বিশাল আকাশ ভরি,
চুরির কলম পেয়েছে স্বর্গের অপ্সরী।