আমি সময়ের গালে গালে হৃদয় গুলে আদরে এঁকেছি যে দৃশ্যপট,
আঁকাবাঁকা কাচাপাঁকা আলের উপরে কদরহীন অস্বীকৃতি অকপট।
আমি সময়ের বুকজুড়ে সময় অসময় খুঁড়ে করি যে গোলাপ চাষ,
কুঁকড়ে মুকড়ে কুঁড়িহীন কন্টক বন, নিবিড় দুঃখের নিগূঢ় বসবাস।
আমি সময়ের কোলে সময়জ্ঞান ভোলে খোঁজি আশ্রয় কূল ব্যাকুল,
আঁধার-ঘেরা জন মানব কোলাহলহীন গহীন পথ জরা খরা সঙ্কুল।
আমি সময়ের কানে কানে গুন গুন গোপন গেয়ে গেছি যতো গান,
সজ্ঞান সেচ্ছায় তুচ্ছজ্ঞানে ছেড়ে ছুড়ে ফেলে কেড়ে নেয় গুচ্ছ প্রাণ।
আহা সময়! সুসময়, অসময়।
                    সময়ে' ক্ষয়!
                    সময়ে' ভয়!
                    সময়েই রয়, সবসময়।