তোমার জন্যই কেবল বিক্রি হয়েছি নিশ্চুপ,
হ্যাঁ, বিক্রি হয়ে গেছি আজ তোমাতেই খুব।


কঠিনতর জীবন পথের এই বিষাদময় রথ,
ভুলে গেছি মিল অমিলে সব সঙ্গ মহব্বত।


শুদ্ধ হতে চেয়েই মন আলোর খোঁজে ভোর,
আমি পাপীতাপী অপরাধী ক্ষমা চাই তোর।


নিদারুণ শাস্তি হবে- এমনি তো কথা নেই,
দয়া প্রদর্শনে পার করো, দাও-গো রেহাই।