হেসো না ভাই আমার কবিতা পড়ে,
বুঝতে পারলে হয়ে যাবো খুব খুনি।
এক এক করে খুন করে সব কবিতা,
শেষ করবো কবিতার খাতা লিখনি।


সহজ সত্য স্বীকারোক্তি এই আমার,
কাজে কর্মে ব্যস্ত খুব, অবসরে লিখি।
পেশাও নয়, নেশাও নয়, অনিয়মিত-
শখের বশেই কাব্য চর্চা, নিত্য শিখি।


লিখি আবোলতাবোল, এলোমেলো,
কাব্য হয়, কাব্য নয় শব্দ ছন্দাভাবে।
না এতে দু-পয়সা কামাই, না খ্যাতি,
হৃদয়ের গভীরে কিছু সুখ পাই তবে।


সাহিত্য কলার জ্ঞান নাই মোটে তবু
ভাবের মালাটা গাঁথি খাতার পাতায়,
ইচ্ছায়-অনিচ্ছায় পড়ে এসব কবিতা-
কেউ আনন্দ পায়, কেউ ভ্রু কুঁচকায়।