আজ দেখলাম গোটা শহর,
দাঁড়িয়ে দাঁড়িয়ে কারো আসার অপেক্ষায়-
দু'হাতে মেঘ সরাচ্ছিলো।
কিছু চালতা ফুল জলে ছিটিয়ে,
অলস ক্লান্ত দীপ্ত দুপুরে পাখি তাড়াচ্ছিলো।
দু'চারটে পোয়াতি কুকুরের আনাগোনা বেশ!
সবজির ভ্যানে মধ্যবিত্তের বৃত্তান্ত ও ক্লেশ!
টুকরি ভর্তি করে করে মাছের সাথে মাছি।
আষাঢ়ের বৃষ্টি শেষে নদী-ননদ কাছাকাছি।
কারো পদচিহ্নের অশায় ক্ষুধার্ত রেলপথ,
বন্দি জীবনের সন্ধি ভেঙে দিয়েছে সৈকত।
একলা ফুল হাতে ভুল পথে হাটে প্রেমিক!
শত্রু কব্জায় মাটির পুতুল ছুটছে দিগ্বিদিক।
বাইকে সাইকেলে সাড়া শব্দহীন আক্ষেপ,
লাশের মিছিলেও মধ্যাহ্নভোজের ভ্রূক্ষেপ!