পদে পদে রেখে আসা পদচিহ্ন হয়তো হয়েছে বিলীন,
তবুও তুমি রয়ে গেছো হৃদয় গহীন, স্মৃতিতে অমলিন।
উড়ে উড়ে বেশ বাতাসের শব্দে শুনে যাবো কতো সুখ,
দুঃখরা ঝরে যাবে, উড়ে যাবে হৃদয়ের অজানা অসুখ।
রাঙা আলো পড়ন্ত বিকেল, মুগ্ধ পথিক থমকে দাঁড়াও,
বিরহী বাতাসও উড়ে যাক দূরে, উজানি ডিঙি ভাসাও।
সৃষ্টির পরতে গাঁথা কতো রূপ রস রহস্য, সুরের মূর্ছনা,
চোখ বুঁজে নুয়ে পড়ে শির শীতলতায় ভরে হৃদয়-খানা।
সবুজে' কারুকাজে এতো সৌন্দর্য কে এঁকেছে মখমল!
মৃদু বাতাস পাশ ঘেঁষে কানে এসে তা বলে সু-কৌশল।
মেঠো সেই ফেলে আসা পথ বেয়ে যাবো কি কভু আর,
চোখ মেলে তার দেখা কি হবে আবার সৌন্দর্য অপার!