আরো কতো দৌড়াবে!
এবার থমকে দাঁড়াও,
ঘুরো সম্মুখে ক্ষণিক,
আকাশে দৃষ্টি বাড়াও।


শক্তির উৎস খোঁজো,
সৎ সাহস ভরো বুকে,
প্রতিবাদের বজ্রকণ্ঠে-
এগিয়ে এসো সম্মুখে।


নীরব বসে ভাবছো কী-
নিঃসঙ্গতায় আনমনে?
এরপরও ভাবছো তুমি
সঙ্গ পাবে আপনজনে?


আশপাশ মানুষ যতো-
দেখছো খুব তো আপন,
বাহিরে চমৎকার আর
কলুষিত হৃদয় ও মন।


সু্যোগেই আপন হবে,
আবার পর হবে ঠিক,
স্বার্থের হিসেব শেষে-
দেবে গো অধিক ধিক!


তারচে' বরং একলাই-
চলো, চলো প্রতিবাদে,
ভুল করেও ভুলো না-
সহায় নেই স্রষ্টা বাদে।


যাও ধীর পায় এগিয়ে,
হোক না একলা তবুও,
ভরসা রেখো আল্লাহয়,
হাল ছেড়ো না কভুও।