কাকে যেনো ভালোবেসে পালিয়ে গেলি!
বাকী সবার ভালোবাসা যে মিটিয়ে দিলি।
আজ দেখ তুই- তোর তরে শুধু অপমান!
ভেঙে গেছে সাজানো সংসার, খান খান।
নিজ হাতেই জীবনটারে করলি তুই শেষ,
দুঃখ কষ্ট কিনে নিলি, সুখ উধাও নিমেষ।
ঠকেছিস নিজেই ঠকিয়ে স্বজন, পরিজন,
ডেকে নিলে সহমরণ, অসহন জ্বালাতন।
ছিলি আদরের দুলালী সোহাগীনি ভগিনী,
আজ ঘৃণারই বর্শা ধনুক তীর, অভাগিনী।
ভাগ্যের কী দোষ! ভাগ্য ভালোই ছিলো,
আপন দোষেই তোর সবটা জলে গেলো।