বুক পকেটে যত্নে পুরি দুঃখ সই,
তারও নিচে আরো দুঃখ থই থই।
পেছনে বেশ অগ্নিশিখা দাউ দাউ,
মৃত্যুকূপে ভাসে স্ফুলিঙ্গের নাউ।
দুচোখের বারান্দাজুড়ে ঘোর বর্ষা,
দলিত হৃদয়ের অগ্নিদগ্ধ হতাশা।
পদতলে অনন্ত শামুক কাটা ব্যথা,
বাকরুদ্ধতার যুদ্ধে নিগৃহীত কথা।
চুপ চুপ, গাল ভেজাস নারে তুই,
কাচ ফে-টে দৃষ্টি নিভে যাবে সই।
থাম থাম, ঘাম মুছে স্থির হ 'বার,
ভেঙে পড়িস নে, হাস তো এবার।
মনে রাখিস সাহস, দৃষ্টিসম বল,
দুঃখ ভারে মরে নারে, ধীরে চল।
রাত ঘুরেই দূরে সূর্য আসে হেসে,
শীঘ্র সুখের ভেলা আসবে ভেসে।
সেদিন তুই দেখিস মুখখানি টানি,
সমস্ত মুছে যাবে ঘুচে যাবে গ্লানি।