নিয়ম ভেঙে দিলো সেই সকালে মিষ্টি রোদ,
নরম গায়ে গরম গন্ধ, মাথায় ঘোর বারুদ।
উষ্ণ গ্রীষ্মে খরতাপের প্রতাপে সব ছারখার,
শেষে মানুষে মানুষে ভাঙে স্বার্থের সংসার।
ধ্বংস ডেকে আনে, নেয় অবাক বুক পেতে,
লোভ লালসা হিংসা, সংঘাত হানাহানিতে।
ভোরের আলো ব্যর্থ হলে বলো কীবা ক্ষতি!
মুক্ত হোক যথা যোগ্য, জ্বলুক জীবন বাতি।