সমগ্র আকাশ জমিনে যা-কিছু আছে
সর্বদা রয় নুয়ে শির আল্লাহর কাছে।
কার নামে ধুকধুক এ' হৃদয়টা নাচে,
যতো কীট পশু প্রাণী কী করে বাঁচে।
বাতাসের ধ্বনি ও পশু-প্রাণীর হাঁক,
শুনেছো কান পেতে পাখিদের ডাক?
কী বলে তারা অনুভব করো নির্বাক,
স্রষ্টার নাম জপে অতি সূক্ষ্ণ, অবাক।


মহাবিশ্বের যতো যা-কিছু স্রষ্টার দান,
দিবস রজনী মানছে আল্লা'র বিধান।
যতো মুশকিল বাধা বিপত্তি ব্যবধান,
স্রষ্টার বিধানই যে একমাত্র সমাধান।


স্রষ্টার সমস্ত সৃষ্টির সেরা জীব মানুষ,
বেঘোর ঘুমের চোটে বেমালুম বেহুঁশ।
দু' দিনের রঙ তামাশা, রঙিন ফানুস,
আফসোস ঘুম ভেঙে কবে হবে হুশ!


নির্বিঘ্ন শান্তি খোঁজে এসো দলে দলে,
এসো হে সবে সত্যের পতাকা তলে।
সমস্ত ছেড়ে ছুড়ে ভুল, মিথ্যা সকলে,
নুয়ে দাও শির মহান স্রষ্টার পদতলে।