আমি মোটেও এই সবার পৃথিবীতে বাস করি না,
আমার পৃথিবী পুরোটা বিপরীত, ভিন্ন আঙিনা।
ভুল সময়ে ভিন্ন গ্রহে জন্ম নেয়া আত্মা, নিম্নগামী,
পাখিদের মতো নই, পশুদের মতোও নই আমি।
মানুষের মতো প্রাণীর অবয়বেই নিষ্প্রাণ পাত্র,
অথবা কারো হারিয়ে যাওয়া চিত্রকল্পের চরিত্র।
আমি অসময়ে ভাসমান অপরিচিত এক মানব,
কারো ছোট গল্পের রূপ, কবিতার ছন্দ, উৎসব।
নাম না-জানা কোনো উপন্যাসের গুণ বিন্যাস,
অসময়ে ঢলে পড়া রোদ, কুয়াশাচ্ছন্ন আকাশ।
আমি তো বারবার হারিয়ে যাওয়া এক নিঃশ্বাস,
বিশ্বাসের হাতছানিতে তছনছ হৃদয়, দীর্ঘশ্বাস।
পৃথিবীর সর্ব উত্তরে আমার হারিয়ে যাওয়া পথ,
উৎস, স্বর্গ থেকে উৎসারিত ঝর্ণার ঢেউ, পর্বত।
আমি ক্লান্ত পথিক, বিপথের পরাজিত সৈনিক,
ধুকে ধুকে মরি, খুঁজি আদি উৎস, সত্য দৈনিক।