এইতো ক'দিন আগেও সময়কে পুড়িয়ে পুড়িয়ে-
সন্ধ্যাকালীন ধুপের মতো দু'হাতে দিতাম উড়িয়ে।
একটি সূর্যোদয় থেকে সূর্যাস্ত থক দীর্ঘতর সময়
বেহিসেব মিলিয়ে যেতে যেতে হয়ে যেতো ক্ষয়।
অথচ আজ ভাবি সবকিছু যদি ফেরানো যেতো-
আবার, সম্পূর্ণ নতুন করেই যদি সব শুরু হতো।
আরেক বার যদি শৈশবে যেতে পারতাম ফিরে,
যদি ফের ফিরে পাওয়া যেতো দুরন্ত কৈশোরে।
হয়তো, উপভোগ করতে পারতাম জীবনটাকে,
যদি পারতাম স্রেফ শৈশবেই থাকতাম আটকে।
জানি সম্ভব নয় তবু মনে উঁকিঝুঁকি দে' কল্পনা,
ভেবে ভেবে এসবে বাড়ে বয়স, সময়ের ছলনা।
বস্তুত নিঃস্ব নিঃসঙ্গ আমি, মিছেমিছি খুঁজি সুখ,
সময়ের কাঁটাতারে বন্দী, অচেনা সব প্রিয় মুখ।