সূর্যাস্ত সুন্দর, তবু শেষ সময়ে নিষ্ঠুরতা শেখায়,
রূপের পসরা, অদ্ভুত রহস্যের আঁধারে লুকায়।
এমন আঁধারকে আগলে রাখলেই কেবল পুড়ে
মানুষের মুখ ক্রমশ পাখির পালকে ঢাকা পড়ে।


আঁধার পেরিয়ে মানুষ সরাতে চেয়েছে কালো।
মরা পাথরে ঘষা দিয়ে ফোটাতে চেয়েছে আলো।


কোমল শান্ত করতলে আগুন পোষে আকাশের
শামিয়ানায় দীপ্তিময় আলো ফোটাতে চেয়ে ফের
ব্যর্থতা বিশেষ যেনো মৃত্যুর কলঙ্ক হয়ে ফোটে।
নিষ্পত্র গাছে, ডালে পল্লবে আগুন জ্বলে উঠে।


পরিপূর্ণ আঁধারের জোয়ারে সম্পূর্ণ ভুবন ভরা,
ভগ্ন ব্যথায় মিশে গেছে জোছনা ও সন্ধ্যাতারা।
পাখির মুখে' গান কেঁড়ে নিতে উৎসুক শিকারী,
অশ্রুর আগুনে পুড়িয়ে দিতে চায় স্বতন্ত্র প্রহরী।
আকাশভাঙা শোক অসুখ ডাকে শিয়রে মরমে,
চূড়ান্ত আঘাতের পূর্বে মেঘে মুখ লুকায় শরমে।


প্রাণের তৎপরতা বিন্দু বিন্দু রচনা করেছে ধরা,
দূরে আলোর পসরা সাজিয়ে প্রাণের শতকরা।