এ মিথ্যে অহমিকা দু'দিনের তরে, চিরদিন নয়,
এ দেহ ধন প্রতিক্ষণ সময়ের পাল্লায় হচ্ছে ক্ষয়।


প্রাণপাখি উড়ে গেলে এ মাটির খাঁচাখানি ছেড়ে
স্বজন সুজন কী নির্মম দ্রুতই যে দিবেন গেড়ে।


দুই দিন কেঁদে টেনে দিব্যি ভুলে যাবে বেঘোর,
হঠাৎ দু'দশ মাস পর স্মরণে মুছবে ঘোর-দোর।