সেই ফেলে আসা সময়, বহুকাল পূর্বে মাড়িয়ে আসা পথ,
   যদি সম্ভব হতো কুড়িয়ে নিতাম এই এক পা দু' পা করে।
ফিরে তাকাতাম না মোটেও, কিঞ্চিৎ অবসরের মহব্বত,
   যদি পাওয়া যেতো স্মৃতির শৈশব, ফেরা হতো কৈশোরে।


ফের যদি ফিরে পেতাম উদোম গায়ে গাঁয়ে ঘোরার সময়,
   যদি আসমানেরই সমান আবদার নিয়ে কান্না করার স্থল,
যদি চাঁদটি পাওয়ার বায়না নিয়ে দাঁড়ানো যেতো নির্ভয়,
  শুধু হাঁটতাম সে পথ ধরে, দুহাতে বিলাতাম সমস্ত সম্বল।


পাখি হয়ে উড়তে চাওয়া মন যদি ফিরে আসতো ফের!!
    যদি ফিরে আসতো তারা গুনে ঘুমিয়ে পড়ার রাতগুলো,
যদি হতো ফের নিছক কাঁদতে কাঁদতে হেসে ফেলা ঢের,
   মায়া বাড়াতাম না আর, এক ঢুকে গিলে খেতাম আলো।