খুব আপন বা পরিচিত কারো গলার স্বর শুনেই বাইরে
ধুপধাপ দৌড়ে গিয়ে দেখি সেথা কেউ নেই, কিছু নেই।
জানালার খাঁজ-কাটা স্বচ্ছ কাঁচে দু'চোখ পড়তেই দেখি
জ্যোৎস্নামাখা সন্ধ্যালোক ঘনিয়ে আসছে, হ্যাঁ আসছেই।


মাঝ-বয়সী মোরগ-ফুলের ডগা দুল খেতে খেতে এসে-
হেসে হেসে এপাশ ওপাশ চুমু খায় বারান্দার দোলনায়,
যদি ছিঁড়ে নিয়ে গেঁথে রাখি শোবার ঘরের ফুলের টবে
জানি কেউই আর ডাকবে না জ্যোৎস্না দেখার বাহানায়।