দুঃখ-দেয়াল টপকে এসো না এ'শহরে,
ভিতরে তুমুল হট্টগোল, ঘরে ও বাইরে।
সরিসৃপের মতো নুয়ে পড়ে আছে শির,
ভাঁজে-ভাঁজে সংকেত যে বাজে অশনির।
লোলুপ চেয়েই রয় সর্বত্র বর্ণবাদীর দল,
শ্যামা কালা ধলা ভাগেই বিভক্ত সকল।
শহরে প্রবেশের নিষেধাজ্ঞাও নেই অতো,
গাত্রাবরণে কেউ কেউ যে খুব সুসংহত।
কখনো সখনো উন্নত চাকররা গান গায়,
আলাদা বাদ্যযন্ত্রে হৃদয়ের দুঃখ লুকায়।