ভেবো না- ভোর হলেই ভেঙে যাবে স্বপ্ন,
বরং আকাশ আলোকিত হওয়ার সাথেই-
পাল্লা দিয়ে অধিক গাঢ় হয় স্বপ্নের বুনন।


রোদের রশ্মি বিকশিত হলে কেবল স্পষ্ট
হতে থাকে স্বপ্ন'র আলগুলো, যেসব আল-
বেয়ে আমি আমরা হেঁটে যাবো বহুদূরে,
ধেয়ে চলবো বা হবো কিছুটা গন্তব্যহীন।