কেউ স্বপ্নের জন্য যুদ্ধ করে,
আবার, কেউ যুদ্ধের স্বপ্নে বিভোর।
স্বপ্ন ও যুদ্ধের ডামাডোলের আড়ালে পুড়ছে বিশ্ব,
নিঃস্ব হচ্ছে মানব, মানবতা।
উদ্ভট মানবিক সংকট।
উজাড় হচ্ছে জনপদ।
অগত্যা হত্যা, গণহত্যা।
জ্বালাও পোড়াও নীতি।
ধ্বংসের মানচিত্র আঁকছে-
স্থল, আকাশ ও জলপথ।


ভিটে বাড়ি, মানুষের সুখ, আশা ভালোবাসা,
বন, জঙ্গল, সংরক্ষিত এলাকা, পাখির বাসা,
বাগান, চাষ, অভয়ারণ্য, নদী সমুদ্র, পাহাড়,
গ্রাম নগর বন্দর শহর, সমস্তটায় ধ্বংসযজ্ঞ।


গোটা আকাশ বাতাস জুড়ে পোড়া গন্ধ ধোঁয়া।
রাসায়নিক বিষক্রিয়ায় যতো বিকৃত গর্ভপাত।
আজ-কাল জলাশয়ের জলেও অতিশয় দূষণ,
ভূগর্ভস্থ সম্পদে' অধিকারে নগ্ন প্রতিযোগিতা।


এখানে স্বপ্ন ও যুদ্ধ হাতে হাত রেখে দণ্ডায়মান,
এখানে ধ্বংসযজ্ঞ যতোই বাড়ুক, যুদ্ধ চলমান।