যদি স্বপ্ন ভর্তি একটা গ্লাস বা আকাশ দাও-
নির্ঘাত আমি সব ভেঙে চুরমার করে দিবো।
এমন হাজারটা স্বপ্ন ভাঙার হাতুড়িটা যে-
এখনো বুকে মাদুলি হয়ে ঝুলে আছে তবু।
ভাঙা আকাশের ফ্রেমে বাঁধিয়ে রাখা আছে,
দু'টো বিশালাকার মৃত স্বপ্ন পাহাড় কাঁধে।
আজ মৃত্যু পরওয়ানা জারি হয়েছে ভোরে,
অগণিত লালিত স্বপ্ন খুনের নির্মম অপরাধে।
কোথায় পালাই, লুকোবো কোথায় এখন!
জানি হয়তো মৃত্যুদণ্ডই হবে যখন তখন।