কাচের বয়ামে কিছু বিশ্রী দুঃখ পুরে রোজ
উঠোনের রোদে শুকোতে দিয়েই নিখোঁজ।


রক্তলাল সূর্যটা গোটা এলিয়ে গেলে বেশ,
প্রস্থানের ক্ষণ গোনা শুরু, অপেক্ষার শেষ।


সন্ধ্যায় ফিরলেই প্রথম কিছু আগুন জ্বালি,
কষ্টরা পুড়ে পুড়ে দেয় উল্লাসে হাত তালি।


আরো কিছু কাঠ কুটো জড়ো করে দ্বিগুণ,
বুকের ভেতর জ্বেলে দিই- সর্বভুক আগুন।