ভুল নামে তবু ডাকবো তোকে,
ডাকবোও কাছে টানবো বুকে।
তুই তো আমার ফুটন্ত গোলাপ
মন খারাপের একান্ত আলাপ।
তুই যে আমা' দুঃখ ভোলা সুখ,
দূরত্বে বাড়ে আড়ালের অসুখ।
তুই যে আমার নিজস্ব আকাশ
আলোক আঁধার, শ্বাস-প্রশ্বাস।
শূন্যতা পূর্ণতা যা তোকে ঘিরে
অনন্ত কক্ষপথে প্রদক্ষিণ করে।
তুই তো আমার সদা ধ্যানজ্ঞান,
অদেখা আরাধ্য, এক আখ্যান।
তুই আমার চক্ষু শীতলতা গান,
নিজের ভেতর অন্য এক প্রাণ।
তুই আমার সবচে' সুগন্ধি ফুল,
সোনালী সময়ের স্বর্গীয় পুতুল।
তুই আমার আপাদমস্তক ঘোর,
মানহা শ্রেষ্ঠ উপহার এক প্রভুর।