একটা আহত ফুসফুস নিয়ে ঘুরে বেড়ায় জনপদ,
হাঁটে ঘুমায়, খায় দায়, গান করে আবার আনন্দে।
পাহাড় ডিঙিয়ে যায়, পার হয় নদী হ্রদ, ঘুরে বনে,
খুশিতে হাসে সাগর জলে ভাসে, কষ্টে লুকায় মুখ।
দীর্ঘশ্বাস গিলে খেয়ে আবার হাসিমুখে উঠে বসে,
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী রুক্ষ মুখমণ্ডলে ক্লান্তি খুব।
রাত জেগে তারা গোনার বদ অভ্যাস জেঁকে বসে,
নদীর ঘাটে ঘটা বদনাম মস্তিষ্কে মড়ক আনে দ্রুত।
বিষদাঁত বের করে ওঁৎ পেতে বসে রয় সস্তা বন্ধুত্ব,
উপেক্ষা চাবুকে বেদনা নৃত্য বুকের বাম-পাশটায়।
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে সময়, ছাই উড়িয়ে পুড়ছে দেহ,
অতীত স্মৃতি চেটে খায় বক্ষতল, দমবন্ধের দুর্গন্ধ।