ঐ আকাশে থাকে সৌন্দর্য,
পাখির পালকে থাকে সুখ,
মেঘের আঁচলে অশ্রু জমা,
পাহাড় ডাকে বিলাসিতায়,
ঝর্ণা কান্নাটাই শিখেছে খুব,
নদীতে শান্তি আর প্রশান্তি,
সমুদ্রেই ক্ষুদ্রতা ডুবে মরে,
বাতাসেই মিশে থাকে কিছু
দুঃখ মুছে দেয়ার সরঞ্জাম।


মূলত স্বস্তি থাকেই মাটিতে,
আমি মাটিতেই ডুবে যাবো।